Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা আক্রান্ত ছেলেকে গাড়িতে আটকে রাখলেন মা

আন্তর্জাতিক ডেস্ক
৮ জানুয়ারি ২০২২ ১৯:০৪

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টিতে করোনা আক্রান্ত ১৩ বছরের ছেলেকে গাড়িতে আটকে রাখার দায়ে সারাহ বিম নামের ৪১ বছর বয়সী এক নারী স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বিবিসি বলছে, ওই নারী পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় নিজেকে ভাইরাসের সংস্পর্শ থেকে সুরক্ষিত রাখতে সন্তানকে গাড়ির পেছনের ট্রাঙ্কে আটকে রাখেন। তার বিরুদ্ধে শিশুর জীবন বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, ৩ জানুয়ারি গাড়ির ট্রাঙ্কে আওয়াজ শুনে পুলিশে খবর দেন একজন প্রত্যক্ষদর্শী। পরে ওই নারী গাড়ি খুললে ভেতরে তার সন্তানকে পড়ে থাকতে দেখা যায়।

সারাহ বিম বলেন, তার ছেলের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে আরেকটি পরীক্ষা করানোর জন্য তিনি তাকে প্রিজোন স্টেডিয়াম এলাকায় নিয়ে যাচ্ছিলেন। তিনি নিজে সংক্রমিত হতে চাননি। তাই ছেলেকে গাড়ির পেছনে আটকে রেখেছিলেন।

এদিকে, টেক্সাসের জননিরাপত্তা বিভাগের সার্জেন্ট রিচার্ড স্ট্যান্ডিফার স্থানীয় একটি টেলিভিশনকে বলেন, গাড়িটি কোনোভাবে ধাক্কা খেলে ছেলেটি গুরুতরভাবে আহত হতে পারত। করোনা ধরা পড়ায় কাউকে গাড়ির ট্রাঙ্কে রাখা হয়েছে; এমন কথা এর আগে কখনও শোনেননি।

সারাবাংলা/একেএম

করোনা আক্রান্ত ছেলে টেক্সাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর