করোনায় ১৯৪০ সংবাদকর্মীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
৮ জানুয়ারি ২০২২ ২০:০০
৮ জানুয়ারি ২০২২ ২০:০০
২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ৯৪ দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে এক হাজার ৯৪০ জন সংবাদকর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেনেভাভিত্তিক প্রেস এমব্লেম ক্যাম্পেইন (পিইসি)।
শুধুমাত্র ২০২১ সালে করোনায় মারা গেছেন এক হাজার চারশ সংবাদকর্মী। সে হিসাবে প্রতিমাসে ১১৬ জনের মৃত্যু হয়েছে। আর প্রতিদিন করোনায় মারা গেছেন চার জন।
এদিকে, করোনায় মৃত সংবাদকর্মীদের মধ্যে লাতিন আমেরিকায় ৯৫৪ জন, এশিয়ায় ৫৫৬ জন, ইউরোপে ২৬৩ জন, আফ্রিকায় ৯৮ জন এবং উত্তর আমেরিকায় ৬৯ জন রয়েছেন বলে জানিয়েছে পিইসি।
তবে এখনও ৫০ মৃত্যুর ব্যাপারে তদন্ত চলছে জানিয়ে পিইসি বলেছে, অনেক দেশে করোনায় সংবাদকর্মীদের মৃত্যুর ব্যাপার নিয়ে ধোঁয়াশা রয়েছে।
সারাবাংলা/একেএম