দেশে ওমিক্রন রোগীর সংখ্যা বেড়ে ৩০
১০ জানুয়ারি ২০২২ ১৬:১০
ঢাকা: দেশে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’—এ আক্রান্ত রোগীর সংখ্যা এই মুহূর্তে ৩০। করোনা জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভাণ্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি)-এর হালনাগাদ তথ্য থেকে এটি জানা গেছে।
সোমবার (১০ জানুয়ারি) সকালে জিআইএসএআইডি তাদের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।
শুক্রবার (৭ জানুয়ারি) সকাল নাগাদ জিআইএসএআইডিতে বাংলাদেশে ওমিক্রন রোগীর সংখ্যা ছিল ২০। তিন দিনের ব্যবধানে এখন ৩০। এদের সবাই ঢাকার।
গত ১০ ডিসেম্বর দেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয় জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের শরীরে। এরইমধ্যে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ওমিক্রন সারাবিশ্বে অতি দ্রুত ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার আর কোনো ধরনকে এত দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যায়নি। করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় ইউরোপের দেশগুলোর পরিস্থিতি আবার খারাপের দিকে যাচ্ছে। প্রতিবেশী ভারতেও সংক্রমণ বাড়ছে।
বাংলাদেশেও এখন সংক্রমণ ঊর্ধ্বমুখী। তবে এটা ওমিক্রন, নাকি আগের ধরন- সেটা নিশ্চিত নয়। উদ্ভূত পরিস্থিতিতে দেশের ১২ থেকে ১৮ বছর বয়সী সব শিক্ষার্থীকে ১৫ জানুয়ারির মধ্যে করোনার ভ্যাকসিন দিতে হবে বলে মনে করছে সরকার।
সারাবাংলা/এজেড/একে