Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ২ মাদক কারবারি র‌্যাবের জালে ধরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২২ ২২:২০ | আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ২৩:৫২

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া এলাকায় থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১। অন্যদিকে টঙ্গী এলাকা থেকে চোলাই মদসহ আরেক মাদক কারবারিও গ্রেফতার হয়েছে র‌্যাবের হাতে।

সোমবার (১০ জানুয়ারি) রায়েরদিয়া গ্রামের টেরা মোটরস অটো পার্টসের গোডাউনের উত্তর পাশে জনৈক কবির উদ্দিনের আম বাগানের ভেতরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সোহেল (৩৬) নামে এক মাদক কারবারিকে।

বিজ্ঞাপন

গ্রেফতার সোহেল গাজীপুর জেলার রমিজদ্দিনের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৪৬০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও দুইটি সিমকার্ড জব্দ করা হয়।

র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, মাদক বিক্রির খবর পেয়ে আমরা কালীগঞ্জে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করেছি। তার কাছ থেকে মাদকও উদ্ধার করা হয়েছে।

এদিকে, সোমবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে টঙ্গী বাজার এলাকার গরুর হাটা রোডে মেসার্স আকাশ সাইকেল স্টোর দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরেক মাদক কারবারি মো. সাকিলকে (২৫)। তিনি নোয়াখালী জেলার মো. আব্দুল হাকিমের ছেলে।

র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, সোমবার দুপুরে মাদকদ্রব্য বেচাকেনার গোপন সংবাদ পায় র‍্যাব। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে সাকিলকে গ্রেফতারের পাশাপাশি তার কাছ থেকে প্রায় ৩০০ লিটার চোলাই মদ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সারাবাংলা/টিআর

মাদক কারবারি গ্রেফতার র‌্যাবের অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর