Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনহার হত্যাকারী লিয়াকত: প্রদীপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২২ ১৮:৫৪ | আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ২২:২১

কক্সবাজার: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে তৎকালীন পুলিশ পরিদর্শক (এসআই) লিয়াকত আলীকে দোষী বলে উল্লেখ করেন বরখাস্ত ওসি প্রদীপ।

বুধবার (১২ জানুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতে মামলার বিচারিক কার্যক্রম চলাকালে কান্নায় ভেঙে পড়েন প্রদীপ।

আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেছেন, টেকনাফের বাহাছড়া পুলিশ ফাঁড়ির তৎকালীন পরিদর্শক লিয়াকতই গুলি করে হত্যা করেছেন সিনহাকে। তিনি নির্দোষ। ১৬৪ ধারার জবানবন্দিও দিইনি।

এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, প্রদীপের দাবির ব্যাপারে আদালত তার বক্তব্য জানতে চাইলে প্রদীপের দাবি অসত্য সে বিষয়ে আদালতকে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

বিজ্ঞাপন

আলোচিত এ মামলায় রায় ৩১ জানুয়ারি। বুধবার দুপুর সোয়া একটার দিকে চতুর্থ দিনের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রপেক্ষের কৌঁসুলী ফরিদুল আলম।

এদিকে আসামি প্রদীপ কুমার দাশকে নির্দোষ দাবী ন্যায় বিচার প্রাপ্তির প্রত্যাশার কথা জানিয়েছেন তার আইনজীবী রানা দাশ গুপ্ত।

এর আগে, সকাল সাড়ে নয়টায় প্রিজন ভ্যানে করে মামলার ১৫ আসামিকে কক্সবাজার কারাগার থেকে আদালতে আনা হয়। মামলার বিচারিক কার্যক্রমে ৮ দফায় গত ১ ডিসেম্বর পর্যন্ত ৮৩ সাক্ষির মধ্যে ৬৫ জন সাক্ষ্য দিয়েছেন এবং তাদের জেরা শেষ হয়েছে।

সাক্ষ্যগ্রহণ এবং জেরা সম্পন্ন হওয়ার পর কার্যবিধি ৩৪২ ধারায় আসামিদের বক্তব্য নিয়েছিল আদালত। একইসঙ্গে ৯ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত যুক্তি-তর্কের জন্য দিন ধার্য করেছিল আদালত।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করে।

সারাবাংলা/একেএম

ওসি প্রদীপ কুমার দাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর