Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা থেকে পঞ্চগড় রোডমার্চ করবে বিদিশার জাতীয় পার্টি

আজমল হক হেলাল, স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২২ ২২:০২

ঢাকা: সাবেক সেনা শাসক জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশা সিদ্দিকের নেতৃত্বাধীন পুনর্গঠিত জাতীয় পার্টি চলতি মাসে ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত রোড মার্চ কর্মসূচি পালন করবে।

বৃহত্তর উত্তরবঙ্গে দলটির জনসমর্থন বাড়ানো এবং গতিশীল করাসহ আগামী জাতীয় নির্বাচনের প্রচারণার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোডমার্চের দিন তারিখ এখনও ঠিক হয়নি। তবে চলতি মাসের ১৫ জানুয়ারি এই রোডমার্চ কর্মসূচি পালনের আভাস পাওয়া গেছে। দুয়েকদিনের মধ্যে এ বিষয়ে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিদিশা সিদ্দিক সারাবাংলাকে জানান, রোডমার্চ কর্মসূচি পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। করোনাভাইরাসহ সার্বিক পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে চলতি মাসে এই কর্মসূচির পালন করা হবে।

সংশ্লিষ্টতা জানিয়েছে, রোড মার্চটি ঢাকা থেকে টাঙ্গাইল-সিরাজগঞ্জ-পাবনা-উল্লাপাড়া-বগুড়া-পলাশবাড়ী-গাইবান্ধা হয়ে পঞ্চগড়ে যাবে। রোডমার্চের মাধ্যমে প্রতিবাদে সমাবেশ করবে পুনর্গঠিত জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বিদিশা সিদ্দিক। তার এই রোডমার্চ কর্মসূচিতে এরশাদপুত্র এরিক এরশাদসহ পরিবার সদস্যরা অংশগ্রহণ করতে পারে বলে দায়িত্বশীল সূত্র দাবি করেছে।

সংশ্লিষ্টরা জানায়, বর্তমান জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের নির্বাচনী আসনে বিদিশা সিদ্দিক তার দলের নেতাকর্মীদের নিয়ে বড় একটি শোডাউন করবে। ওই আসনে বিদিশা নিজেই নির্বাচন করার আশা ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানায়— বিদিশার নেতৃত্বাধীন পুনর্গঠিত জাতীয় পার্টির নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকায় তিনি (বিদিশা) কোনো জোটে অংশগ্রহণ করতে চাচ্ছেন। এক্ষেত্রে তিনি ব্যর্থ হলে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এই কারণে পুনর্গঠিত জাতীয় পার্টিকে আরও গতিশীল করার জন্য রোডমার্চ কর্মসূচির পরে ঢাকায় একটি জাতীয় সম্মেলন করার ও চিন্তাভাবনা রয়েছে।

শিগগিরই জাতীয় প্রেসক্লাব অথবা ঢাকা রিপোর্টার্স ইউনিটি কিংবা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বিদিশা নেতৃত্বাধীন জাতীয় পার্টি একটি কর্মপরিকল্পনা দেশ ও জাতির সামনে তুলে ধরতে পারে।

ওই সমাবেশে দলটির ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হতে পারে। বর্তমানে সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি রয়েছে। এ ছাড়া সারাদেশে ৩৩টি জেলায় পুরনো কমিটি এরইমধ্যে গঠন করা হয়েছে। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণের কমিটিও সম্পন্ন করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে দলটির ব্যানারে বেশকিছু নেতা নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক।

এ সব বিষয় নিয়ে নাম গোপন রাখার শর্তে পুনর্গঠিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির একজন নেতা সারাবাংলাকে বলেন, ‘আগামী নির্বাচনে আগে পুনর্গঠিত জাতীয় পার্টি যে কোনো একটি জোট এ অংশগ্রহণ করার জন্য লবিং করছে। টার্গেট মহাজোটে অংশগ্রহণ। অন্যথায় বিএনপি নেতৃত্বাধীন জোটে অংশগ্রহণ করাও অবাক হওয়ার বিষয় হবে না।’

ওই নেতা বলেন, “পুনর্গঠিত জাতীয় পার্টির নিবন্ধন নেই। হয় দলটির নিবন্ধন নিতে হবে অন্যথায় স্বতন্ত্রভাবে দলের নেতাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। কারণ মূল জাতীয় পার্টি নিবন্ধনসহ লাঙ্গল প্রতীক রয়েছে। লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি নির্বাচন করবে। এ ক্ষেত্রে পুনর্গঠিত জাতীয় পার্টির নিজস্ব কোনো প্রতীক নেই। ফলে বিদিশার নেতৃত্বাধীন দলটি ‘প্রতীক’ ইস্যুতে জটিল অবস্থায় রয়ে যাচ্ছে।”

আরও পড়ুন
জি এম কাদেরের দুর্নীতির তথ্য প্রকাশ করবেন বিদিশা অনুসারী নেতারা
সিলেট থেকে বিদিশার যাত্রা শুরু, বললেন ‘দল ভালো নেই’
দায়িত্ব পেলে ৩ মাসে ধর্ষণ নির্মূল— চ্যালেঞ্জ বিদিশার
এবার বিদিশার নেতৃত্বে নতুন নির্বাচনি জোট!
এরশাদ ট্রাস্টের নিয়ন্ত্রণ বিদিশার হাতে
মূল দল ছোট হচ্ছে, বাড়ছে নতুন জাপার সংখ্যা
জাপা পুনর্গঠনের শুরুতেই হোঁচট বিদিশা’র!
জাপা পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা

সারাবাংলা/এএইচএইচ/একে

জাতীয় পার্টি জাপা পুনর্গঠিত জাতীয় পার্টি বিদিশা সিদ্দিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর