Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২২ ১২:৩৪

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জায়েদ মালেক, ছবি: সংগৃহীত

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে সরকারের দেওয়া নির্দেশনার ১১ দফা না মানলে লকডাউন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।

এ বিষয়ে জাহিদ মালেক বলেন, আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা। এ পরিস্থিতিতে সরকার দেওয়া নির্দেশনার ১১ দফা না মানলে লকডাউন দেওয়া হবে। তবে লকডাউন দিলে দেশের ক্ষতি, তাই আমরা সেদিকে যেতে চাই না। আমরা চাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুক।

তিনি আরও বলেন, করোনার সংক্রমণ আবারও বেড়েছে। গতকাল প্রায় ৪ হাজার ৪০০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার শতকরা হার ১৩ শতাংশ ছাড়িয়ে গেছে। এটা খুবই আশঙ্কাজনক। এই হারে রোগীর সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালে জায়গা দেওয়া সম্ভব হবে না।

এ সময় জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/এনএস

করোনাভাইরাস লকডাউন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর