Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতেই রোডমার্চ: বিদিশা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২২ ১৪:২৯

ঢাকা: পুনর্গঠিত জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বিদিশা সিদ্দিক বলেছেন, জাতীয় পার্টি শক্তিশালী এবং গৃহপালিত নামের বদনাম ঘুচিয়ে গণজোয়ার সৃষ্টি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ২০ জানুয়ারির পরে ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত রোডমার্চ কর্মসূচি পালন করবে।

শনিবার (১৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত পুনর্গঠিত জাপা দেশব্যাপী গণসংযোগ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কর্মসূচির ঘোষণা দেন।

স্বাস্থ্যবিধি মেনে এই কর্মসূচি পালন করা হবে জানিয়ে বিদিশা সিদ্দিক বলেন, এই কর্মসূচির মাধ্যমে জাতীয় পার্টি অনেক শক্তিশালী হবে এবং সকল অপশক্তিকে নিমূর্ল করা হবে। শুধু তাই নয়, ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষের মুখে হাসি ফুটবে। জাতীয় পার্টিকে আর কেউ গৃহপালিত বলতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মাহাসচিব ড. আব্দুল্লা আল নাসের, জাপার সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, মেজর অব. আনিসুর রহমান, এডভোকেট রুবায়েত হাসান সায়েম ও এডভোকেট মাহাবুব আলম দুলাল প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/এএম

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর