Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জি এম কাদের করোনা পজিটিভ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২২ ১৩:২১ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ১৪:৫১

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের কোভিড-১৯ পজিটিভ। সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য দেওয়া নমুনা পরীক্ষায় তার পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান করোনা পজেটিভ। নেতিবাচক কোনো উপসর্গ ছাড়াই তিনি ভালো আছেন, সুস্থ্ আছেন। সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য গতকাল ১৫ জানুয়ারি কোভিড পরীক্ষা করলে আজ তার রিপোর্ট পজিটিভ আসে। শারীরিক সুস্থতার পাশাপাশি তার মনোবল অটুট আছে।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের চিকিৎসক-এর পরামর্শ অনুযায়ী নিজ বাসভবনে বিশ্রামে আছেন। নিয়মিত ওষুধ ও খাবার গ্রহণ করছেন।

বিজ্ঞাপন

প্রেস সেক্রেটারি আরও জানান, করোনামুক্তির জন্য জাপা চেয়ারম্যান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সারাবাংলা/এসবি/একে

করোনাভাইরাস জাতীয় পার্টি জি এম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর