উচ্ছ্বসিত তরুণ ভোটররা, মেতেছেন আনন্দেও
১৬ জানুয়ারি ২০২২ ১৫:০৯
নারায়ণগঞ্জ থেকে: প্রথমবারের মতো ভোট উচ্ছ্বসিত তরুণ ভোটররা। একেবারে নতুন ভোটার হিসাবেও প্রথমে তারা ইভিএমএ ভোট দিয়েছেন। ভোট দেওয়ায় পর মেতে উঠেছেন আনন্দ উল্লাসে। কেউবস সেলফি তুলছেন, কেউবা তুলছেন গ্রুপ ছবি।
রোববার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তরুণ ভোটারদের মধ্যে এমন উচ্ছ্বাসই দেখা গেছে।
শিশুবাগ বিদ্যালয়ে নতুন ভোটার হিসাবে ভোট দিয়েছেন সাদিয়া আক্তার। তিনি নারায়ণগঞ্জ কমার্স কলেজের শিক্ষার্থী। এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন। সারাবাংলাকে সাদিয়া বলেন, ‘এটা আমার জীবনের প্রথম ভোট। খুব ভালো লাগছে। আমরা উচ্ছ্বসিত। প্রথম ভোট দিতে পেরে গর্বও হচ্ছে।’
নারাণগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থী আয়েশা আক্তার। সারাবাংলাকে বলেন, ‘এবার নতুন ভোটার হয়েছি। ভোটার হয়েই প্রথমে ইভিএমে ভোট দিলাম। খুব সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। প্রথমবার ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে।’
সাদিয়া, আয়েশার মতোই নতুন ভোটার হিসাবে ভোট দিয়েছেন শারমিন আক্তার ও মেয়াশা। তারা জানালেন, ভোট দিতে পেরে তারা আনন্দিত।
নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর নতুন ভোটার হাফিজ কামরান সারাবাংলাকে বলেন, ‘ভোট ভালো হচ্ছে। উৎসবের আমেজ নিয়ে আমরা ভোট দিচ্ছি।’
আরও পড়ুন:
নাসিক ভোটে উৎসবের আমেজ, ইভিএম নিয়ে ভোটারদের সন্তুষ্টি
আইভী বনাম তৈমুর— নাসিকে ভোটযুদ্ধ শুরু
নাসিক নির্বাচন: সব কেন্দ্রে ইভিএম
নাসিক নির্বাচন শান্তিপূর্ণ হবে: ওবায়দুল কাদের
সারাবাংলা/ইএইচটি/একে