Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব এমপিকে জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখার আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২২ ১৭:২৯

রাষ্ট্রপতি আবদুল হামিদ, ফাইল ছবি

ঢাকা: জনগণকে সব ক্ষমতার উৎস বলে অভিহিত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জাতীয় সংসদ তাদের সব প্রত্যাশার কেন্দ্রবিন্দু বলেও মন্তব্য করেছেন তিনি। এ কারণে সরকার ও বিরোধী দলীয় সব সংসদ সদস্যকে তিনি জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস এবং তাদের সব প্রত্যাশার কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ। জনপ্রতিনিধি হিসেবে জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। আমি সরকারি দল ও বিরোধী দলের সব সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানাই, এ মহান জাতীয় সংসদে যথাযথ ও কার্যকর ভূমিকা পালন করবেন আপনারা।

বিজ্ঞাপন

রোববার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদে দেওয়া ভাষণে এসব কথা বলেন রাষ্ট্রপতি। একাদশ জাতীয় সংসদের ষোড়শ এই অধিবেশনটি বছরের প্রথম অধিবেশন। রীতি অনুযায়ী বছরের প্রথম অধিবেশণে ভাষণ দিয়ে থাকেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন- ‘প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে করোনা মোকাবিলা করে যাচ্ছি’

ভাষণে রাষ্ট্রপতি আবদুল হামিদ সবাইকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া আমাদের পবিত্র কর্তব্য। এ লক্ষ্যে গণতন্ত্র, আইনের শাসন ও উন্নয়নের মত মৌলিক প্রশ্নে দলমত, শ্রেণিপেশা নির্বিশেষে আপামর জনগণকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। আসুন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত গৌরবোজ্জ্বল মহান স্বাধীনতা সমুন্নত রেখে দেশ থেকে সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদ নির্মূলের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি তার ভাষণে বিদায়ী ২০২১ সালে বাংলাদেশের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। বলেন, সরকারের হাতে নেওয়া রূপকল্প ২০২১-এর সফল বাস্তবায়ন শেষে এবারে রূপকল্প ২০৪১ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। পানি ব্যবস্থাপনা ও পরিবেশগত পরিবর্তন বিবেচনা করে প্রণীত বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০-এর আওতায় বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। ২০৩১ সালে উচ্চ-মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশের কাতারে সামিল হতে চাই আমরা। এরই মধ্যে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে উত্তরণ পরবর্তী দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করে তা দ্রুত বাস্তবায়নের কাজ শুরু করতে হবে।

আরও পড়ুন- সংসদে শোকপ্রস্তাব

চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগাতে আমাদের জনমিতির সুবিধা পুরোপুরি ব্যবহারের ওপর জোর দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বলেন, এ জন্য আমাদের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, যেন আমাদের নতুন প্রজন্ম দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাওয়াতে পারে। নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধানসহ বিদেশে শ্রমশক্তি রফতানির প্রচেষ্টা আরও জোরদার করতে হবে। বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী নতুন প্রশিক্ষণ পাঠ্যক্রম প্রস্তুত, বিদ্যমান পাঠ্যক্রম যুগোপযোগীকরণ এবং পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিকভাবে সার্টিফায়েড দক্ষ জনশক্তি তৈরি করতে হবে।

সরকারি অর্থ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, গত দেড় দশকে সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাপকভাবে বেড়েছে। তাতে সরকারি ব্যয়ও বেড়েছে। এজন্য সরকারি অর্থের অপব্যবহার রোধের মাধ্যমে প্রকল্প সংশ্লিষ্ট সব বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করে প্রকল্প বাস্তবায়ন শতভাগ নিশ্চিত করতে হবে। সর্বোপরি সরকারি সব কার্যক্রমে জনগণের যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে অধিক কার্যকর করতে হবে।

এর আগে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টায় সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এরপর প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ছাড়াও সাবেক সাত জন সংসদ সদস্য ও বিশিষ্টজনের মৃত্যুতে জাতীয় সংসদ অধিবেশনে শোকপ্রস্তাব আনা হয়। এছাড়া ঢাকা থেকে বরগুনাগামী ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনাতেও সংসদে শোকপ্রস্তাব আনা হয়।

শোকপ্রস্তাব আনার পর মরহুমদের সম্মানে সংসদ সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনজাত করা হয়।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

জাতীয় সংসদ রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ অধিবেশন সংসদে ভাষণ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর