লাখ টাকায় বিক্রি হলো ৭ মন ওজনের শাপলাপাতা
১৭ জানুয়ারি ২০২২ ১৫:২৩
বরগুনা: বঙ্গোসাগরে জেলের জালে ৭ মন ওজনের একটি শাপলা পাতা মাছ ধরা পরেছে। পরে নিলামের মাধ্যমে ৪০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করা হয়।
পাথরঘাটার এফবি মায়ের দোয়া ট্রলারে মালিক ওসমান গাজীর জালে মাছটি ধরা পরে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে পাথরঘাটা মৎস অবতরন কেন্দ্রে মাছটি বিক্রি করা হয়।
জানা যায়, বঙ্গোপসাগরে মাছ ধরতে জাল ফেলে মায়ের দোয়া ট্রলারের জেলেরা। সোমবার জাল ওঠাতে গিয়ে তারা দেখতে পান বিশাল আকারের এক শাপলাপাতা মাছ জালে আটকে গেছে। এরপর সকালে মাছটি পাথরঘাটা মৎস্য অবতরন কেন্দ্রে নিয়ে এসে আড়তদার টিপু খানের মাধ্যমে নিলামে তোলা হয়। এরপর পাইকার ব্যবসায়ী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সোহরাব হোসেন নামে এক মৎস্য ব্যবসায়ী ১ লাখ টাকায় মাছটি কিনে নেন। মাছটি মোট ৭ মন ওজন হয়।
আড়তদার টিপু খান জানান, গভীর সাগরে এফবি মায়ের দোয়া ট্রলারে অন্য মাছের সঙ্গে এই শাপলা পাতা মাছটি ধরা পরে । পরে ওই মাছটি পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে এসে প্রকাশ্য নিলামে ডাকা হয়। নিলামে মঠবাড়িয়ার এক ব্যবসায়ী মাছটি কিনে নেয়।
বরগুনা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘প্রজননে বিঘ্ন ঘটায় শাপলাপাতা মাছ এখন বিলুপ্তির পথে। এরকম আরও কয়েক প্রজাতির মাছ রয়েছে, যা ধরতে জেলেদের আমরা নিরুৎসাহিত করি। এ মাছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ রয়েছে।’
সারাবাংলা/একে