Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরানীগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২২ ১৮:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের কদমতলী এলাকা থেকে বস্তাবন্দি অজ্ঞাত নারীর (২৩) লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (১৭ জানুয়ারি) সকালে কদমতলী এলাকার আলীপুর ব্রিজসংলগ্ন এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পরনে ছিল বেগুনি রঙের কামিজ ও সাদা রঙের সালোয়ার।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম মিয়া জানান, সকালে স্থানীয়রা আলীপুর ব্রিজের সামনে সড়কের ঝোপের পাশে বস্তাবন্দি কিছু দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি তরুণীর লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

নিহতের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি, আনুমানিক বয়স ২৩ বছর হবে। ধারণা করা হচ্ছে রাতে কেউ তাকে হত্যার পর বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে গেছে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমও

কেরানীগঞ্জ বস্তাবন্দি লাশ লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর