Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার সংক্রমণ বাড়লেও আতঙ্কের কারণ নেই: স্বাস্থ্য অধিদফতর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২২ ২১:৪১

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বাড়ছে। তবে সংক্রমণ বাড়লেও আতঙ্কের কোনো কারণ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা সংক্রমণ অনুপাতে বাড়েনি, এটি ভালো দিক।

বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে সংক্রমণ পরিস্থিতি নিয়ে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির মুখপাত্র ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

বিজ্ঞাপন

অধ্যাপক নাজমুল বলেন, ‘এখন পর্যন্ত আমরা যে পরিসংখ্যান দেখেছি, বাংলাদেশে ডেল্টা ভ্যারিয়েন্টের মাধ্যমেই রোগীরা সংক্রমিত হচ্ছেন বেশি। আমরা পূর্ববর্তী সময়ে দেখেছি, ডেল্টা ভ্যারিয়েন্টের তাণ্ডব কী পরিমাণ ভয়াবহ হতে পারে। ওমিক্রনের সংক্রমণও আমাদের দেশে ঘটেছে এবং রোগী পাওয়া যাচ্ছে। তাই আমাদের আরও সতর্ক হতে হবে।’

তিনি বলেন, ‘নতুন করে করোনায় রোগীর সংখ্যা বাড়তে থাকলেও হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যা সে অনুপাতে বাড়েনি। দেশের হাসপাতালগুলোতে কোভিড ডেডিকেটেড যেসব শয্যা আছে, সেগুলোর মধ্যে ঢাকার ৪ হাজার ৬৮৬টি শয্যার বিপরীতে ৩ হাজার ৭১০টি শয্যা এখনো খালি আছে। তবে আমাদের আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই।’

হাসপাতালে কম ভর্তি হওয়া বিষয়ে অধ্যাপক নাজমুল বলেন, ‘আমাদের ভ্যাকসিন দেওয়ার যে কার্যক্রম চালু আছে, সেটি অত্যন্ত সফলভাবে এগিয়ে চলেছে। দেশবাসীর কাছে আহ্বান, যারা নিবন্ধন করেছেন এবং ভ্যাকসিনের মেসেজ এসেছে কিন্তু ভ্যাকসিন নেননি, আপনার দ্রুতই ভ্যাকসিন নিয়ে নিন। খুদে বার্তার জন্য যারা অপেক্ষায় আছেন, তারা যেন সেটি পেয়েই নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করেন। কোনো অবস্থাতেই ভ্যাকসিন গ্রহণ না করে ঘরে বসে থাকা উচিত হবে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের অক্সিজেনের সংকট নেই। অক্সিজেন সিলিন্ডার, হাই ফ্লো নাজাল ক্যানোলা, অক্সিজেন কনসেনট্রেটর- এগুলো প্রয়োজন অনুপাতে যথেষ্ট পরিমাণ মজুদ আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ওমিক্রন অনেক বেশি মানুষকে সংক্রমিত করছে। আমাদের প্রতিবেশী দেশগুলোতেও ওমিক্রন অনেকটা ছড়িয়ে গেছে। এটা খুবই স্বাভাবিক যে, নতুন একটি ভ্যারিয়েন্ট আসলে তখন সেটি পুরোনো ভ্যারিয়েন্টকে অনেক ক্ষেত্রেই প্রতিস্থাপন করে।’

সারাবাংলা/এসবি/পিটিএম

করোনা সংক্রমণ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর