পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত
২২ জানুয়ারি ২০২২ ১১:০৩
ঢাকা: রাজধানীর রায়েরবাজারে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে আমির হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
নিহত আমির হোসেন শরীয়তপুর জাজিরা উপজেলার ছোট কৃষ্ণনগর গ্রামের ইউনুস আলী আকনের ছেলে। তিনি লালবাগ শহীদনগরে থাকতেন। এলাকাতে দোকানে দোকানে পানি সরবারহের কাজ করতেন তিনি।
নিহতের ছোট ভাই জাকির হোসেন জানান, গতরাতে রায়েরবাজার আজিজ খান রোডে আমিরের পরিচিত কবির ও হুমায়ুন নামে দুইজন তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে বলে জানতে পেরেছি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, কী কারণে তারা আমিরকে ছুরিকাঘাত করেছে তা বলতে পারছি না। তবে এর আগেও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তারা আমিরকে মারধর করেছিল।
এ বিষয়ে এসআই ফারুক হোসেন জানান, ছুরিকাঘাতে আমির হোসেন নামের ওই যুবক খুন হয়েছেন। তবে কী কারণে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। লাশটি ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
সারাবংলা/এসএসআর/এনএস