Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষামন্ত্রীর সঙ্গে শাবিপ্রবি শিক্ষকদের বৈঠক চলছে

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২২ ১৯:৩০

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি [ফাইল ছবি]

ঢাকা: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে এক সপ্তাহ ধরে চলমান আন্দোলন এবং আমরণ অনশন কর্মসূচির কারণে সৃষ্ট সংকট সমাধানে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় শিক্ষামন্ত্রীর বাসায় শুরু হওয়া বৈঠক এখনও চলছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে বলেছেন, মন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় এসেছেন শাবিপ্রবি’র ৫ শিক্ষক। এই দলে রয়েছেন শিক্ষক সমিতির সভাপতি তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহিবুল আলম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন মো. রাশেদ তালুকদার, অ্যাপ্লায়েড সায়েন্সেস অনুষদের ডিন আরিফুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন খায়রুল ইসলাম।

এর আগে, শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের শাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ দেখান শিক্ষামন্ত্রী দীপু মনি।

সারাবাংলা/টিএস/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর