Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় ডোজ টিকা নিয়েও করোনা আক্রান্ত এমপি মিল্লাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২২ ১৯:৪০

সিরাজগঞ্জ: করোনার টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নেওয়ার ১০ দিন পর দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।

শনিবার (২২ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পেজে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন এমপি নিজেই। সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। একইসঙ্গে করোনার ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে সবাইকে অনুরোধ করেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে, ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ গ্রহণের মাধ্যমে সিরাজগঞ্জে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না। এরপর ৮ এপ্রিল জাতীয় সংসদ ক্লিনিক থেকে দ্বিতীয় ডোজ ও ১২ জানুয়ারি টিকার বুস্টার ডোজ নেন তিনি।

সারাবাংলা/এমও

এমপি মিল্লাত করোনা আক্রান্ত তৃতীয় ডোজ সিরাজগঞ্জ-২

বিজ্ঞাপন

সুইমিংপুলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৮

আরো

সম্পর্কিত খবর