Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপকর্মে লিপ্তদের পুলিশে ঠাঁই নেই: আইজিপি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২২ ১৬:৫৫

ঢাকা: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশ বাহিনীর কোনো সদস্য যদি অসম্মান-অপমান বয়ে নিয়ে আসেন তাকে পরিত্যাগ করা হবে। পুলিশ বাহিনীতে তার কোনো আশ্রয় নেই।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে শিল্ড প্যারেড, মাদক ও অস্ত্র উদ্ধারে পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজপি বলেন, `আমরা চাই না পুলিশ বাহিনীর কোনো সদস্য অপকর্মে লিপ্ত হন। আমাদের পুলিশ বাহিনীর প্রতি সদস্যের জন্য সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। একইভাবে যদি পুলিশ বাহিনীর কোনো সদস্য অসম্মান-অপমান বয়ে নিয়ে আসেন তাকেও আমরা অবশ্যই শরীরের কোনো জায়গায় পচন ধরলে যেমন কেটে ফেলতে হয় তেমনিভাবে আমরা তাকে পরিত্যাগ করব। পুলিশ বাহিনীতে তার কোনো জায়গা নেই।’

ড. বেনজীর বলেন, `আমরা নিজেদের কোনো অপকর্মের মাধ্যমে, নিজেদের কোনো অন্যায় আচরণের মাধ্যমে সংবাদ হতে চাই না। আমরা আমাদের ভালো কাজের মাধ্যমে সংবাদ হতে চাই।’

আইজিপি আরও বলেন, `আমরা প্রতিনিয়ত দক্ষতা বৃদ্ধির চেষ্টা করছি। কিন্তু সমাজের যে প্রত্যাশা তা কখনো কখনো আমাদের সীমাবদ্ধতা-সামর্থ্যকে ছাড়িয়ে যায়। পুলিশের প্রতি মানুষের যে আকাশচুম্বী প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণে ব্রতী হবে। সর্বোচ্চটুকু নিংড়ে দিয়ে গণমানুষের প্রত্যাশার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। তবেই কেবলমাত্র বঙ্গবন্ধুর এই দেশে সবকিছু ভালোভাবে নিশ্চিত করা সম্ভব হবে।’

সারাবাংলা/ইউজে/একে

আইজিপি ড. বেনজীর আহমেদ পুলিশ সপ্তাহ বাংলাদেশ পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর