Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় ঘন কুয়াশা, নামছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২২ ১৯:৩৪

মোংলা: মোংলা সমুদ্র বন্দরসহ সুন্দরবন উপকূলীয় এলাকা জুড়ে ৩ দিন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। সেই সঙ্গে ঘন কুয়াশার সৃষ্টি হয়েছে। নামছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

শনিবার (২২ জানুয়ারি) ভোর থেকে সোমবার (২৪ জানুয়ারি) পর্যন্ত মোংলায় মেঘ ও ঘন কুয়াশার কারণে আকাশে দেখা মেলেনি সূর্যের। তাই আগের চেয়ে বেশি শীতও জেঁকে বসেছে এখানে।

কুয়াশার কারণে নৌপথে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। সেই সঙ্গে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর-শ্রমিকেরা। তবে মোংলা বন্দরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামার কাজ অব্যাহত আছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছেন, মোংলা, চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নেই। তবে মঙ্গলবার পর্যন্ত দেশের কোথাও কোথাও হলকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ও কুয়াশা পড়বে।

সারাবাংলা/এমও

গুড়ি গুড়ি বৃষ্টি ঘন কুয়াশা মোংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর