ফের লেজার অপারেশন শুরু বিএসএমএমইউ’র ইউরোলজি বিভাগে
সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২২ ২২:৩৭
২৪ জানুয়ারি ২০২২ ২২:৩৭
ঢাকা: দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগে শুরু হয়েছে লেজার অপারেশন।
সোমবার (২৪ জানুয়ারি) এক পুরুষ রোগীর লেজারের মাধ্যমে মুত্রনালীর পাথর সফলভাবে অপসারণ করা হয়।
ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন জানান, তিন বছর ধরে ইউরোলজি বিভাগের লেজার মেশিন বন্ধ ছিল।
তিনি বলেন, ‘বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ রোগীদের কষ্ট লাঘবে লেজার মেশিনটি সচল করার উদ্যোগ নেন।’
বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোলজি বিভাগে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা লেজারের মাধ্যমে অপারেশন চালু হয়েছে। এর ফলে এখন থেকে রোগীদের কিডনি ও মুত্রনালীর পাথর লেজারের মাধ্যমে অপসারণ করা সম্ভব হবে।
সারাবাংলা/এসবি/পিটিএম