Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে ৩ ইটভাটা মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২২ ১০:৩৮

ঠাকুরগাঁও: নিয়মনীতির তোয়াক্কা না করে ঠাকুরগাঁওয়ে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর অভিযোগে তিন ইটভাটার মালিককে জরিমানা ও ইটভাটা আইন না মানার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এনডিসি কাইয়ুম খাঁন।

সোমবার (২৪ ডিসেম্বর) সদর উপজেলার চামেশ্বরী এলাকার মোশারুল, মোলানী এলাকার কেএসবি ও ভেলাজান এলাকার কেয়া-১ ইটভাটায় অভিযান চালিয়ে এই জরিমানা ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তিন ভাটা মালিককে ৩ লক্ষাধিক টাকা জারিমানা এবং তাদের বিরুদ্ধে ইটভাটা আইন না মানার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার ৫টি উপজেলায় শতাধিক ইট ভাটা থাকলেও বৈধ কাগজপত্র রয়েছে ৩ থেকে ৪টির।

চামেশ্বরী এলাকার আরিফুর রহমান বলেন, ‘বৈধ কাগজ না থাকলেও জেলা প্রশাসনকে ম্যানেজ করে এই সব ইট ভাটার মালিক কার্যক্রম চালাতো।’ একই কথা বলেন ভেলাজান এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম, মিজানুর রহমান, রফিকুল ইসলামসহ অনেকে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইয়ুম খাঁন বলেন, ‘পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে। কোনো ভাটা মালিক যদি কয়লার বদলে কাঠ পোড়ায়, তাহলে ইটভাটা বন্ধের পাশাপাশি অর্থদণ্ড ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

ইটভাটা ইটভাটা মালিক জরিমানা ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর