দীঘি থেকে অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় ৫ জন গ্রেফতার
২৫ জানুয়ারি ২০২২ ১৫:৫৫
মুন্সীগঞ্জ: সদর উপজেলার মুক্তারপুর মল্লিক রায় দীঘির থেকে অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ জেলা পুলিশের সম্মেলন কক্ষে এসব তথ্য জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেব।
মূলত অটোরিকশা চুরিকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের গ্রেফতার হওয়া প্রধান আসামি মুসা সরকার (৪৫), তার দুই সহযোগী মো. নজরুল ফরাজী (৩০) ও সবুজ চৌকিদার (২৮)। এছাড়া চোরাই জিনিস কেনার দায়ে আবুল হোসেন (৪০) ও মোখলেস হোসেন (৩৮) গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ জানুয়ারি অটোরিকশা চুরির উদ্দেশে নিহত হিমেল মীরকে (২৩) আসামি মুসা নেশা জাতীয় পানীয় পান করার। একপর্যায়ে হিমেল অচেতন হয়ে গেলে আসামি মুসা ও তার দুই সহযোগীরা মিলে হিমেলকে হত্যা করে। পরে হাত-পা বেঁধে বস্তার ভেতর ঢুকিয়ে ওই দিন রাত ১১টার দিকে মল্লিক রায় দীঘিতে ফেলে দেওয়া হয়। পরে সেই অটোরিকশা ২২ হাজার টাকায় বিক্রি করে দেয় আসামিরা।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় মামলা করে। পরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই ৫ জনকে গ্রেফতার করা হয়।
সারাবাংলা/এমও