Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে যাওয়া রোগীদের ৮৫% ভ্যাকসিন নেননি: স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২২ ১৯:৩৭

ফাইল ছবি: জাহিদ মালেক

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ৮৫ শতাংশই ভ্যাকসিন নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তবে বর্তমানে রোগীর সংখ্যা বাড়লেও হাসপাতালে রোগী কম এবং মৃত্যুও কম হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে ওমিক্রনের উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। এ সভার আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা শহরের সরকারি হাসপাতালগুলোতে যে পরিমাণ শয্যা আছে, তার ২৫ শতাংশতে এখন রোগী ভর্তি রয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আসা রোগীর ৮৫ শতাংশ ভ্যাকসিন নেননি।

আরও পড়ুন- করোনায় সংক্রমণ ছাড়াল ১৭ লাখ, শেষ ১ লাখ ১৩ দিনে

তিনি বলেন, ওমিক্রনকে হালকা ভাবলে বড় ক্ষতি হয়ে যাবে। দেশে এখন করোনা সংক্রমণের ৭০-৮০ ভাগই ওমিক্রনে আক্রান্ত, যা আশঙ্কাজনক। ওমিক্রন নিয়ন্ত্রণে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে জনগণ এগিয়ে না আসলে তা সফল হবে না।

মন্ত্রী আরও বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট আমরা মোকাবিলা করেছিলাম। তখন আমাদের অনেক কিছুর স্বল্পতা ছিল। ওই সময় সেভাবে ভ্যাকসিনেশন কার্যক্রমও শুরু হয়নি। ডাক্তার-নার্স হাসপাতালে যারা আছেন, তাদের অভিজ্ঞতা কম ছিল।

আরও পড়ুন- এক দিনে ২য় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড, মৃত্যু বেড়ে ১৮

তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার পর আমাদের আস্থা জন্মেছে— আমরা মোকাবিলা করতে পারি। আমাদের জনবল শুধু প্রশিক্ষিত হয়নি, হাসপাতালগুলোও অনেক সুসজ্জিত হয়েছে। আমরা খুবই আনন্দিত ছিলাম এবং আশা করেছিলাম, করোনা বাংলাদেশ থেকে বিদায় নেবে। মৃত্যুর হার শূন্যের কোটায় নেমে এসেছিল।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত সেই আশা পূর্ণ হয়নি জানিয়ে জাহিদ মালেক বলেন, সংক্রমণ যখন কমে এসেছিল, তখন মৃত্যুও শূন্যের কোটায় চলে এসেছিল। আমরা ধারণা করেছিলাম করোনা এবার বিদায় হবে। কিন্তু তখন আমাদের জনগণের মধ্যে অতিমাত্রায় কনফিডেন্স চলে এসেছিল। মাস্ক ছাড়া চলাচল করেছি, কেউ স্বাস্থ্যবিধি মানিনি। কক্সবাজার যারা গিয়েছে তারা কেউ মাস্ক পরেনি।

সারাবাংলা/এসবি/টিআর

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

নতুন প্রেমে মালাইকা!
২৫ নভেম্বর ২০২৪ ১৮:২৭

আরো

সম্পর্কিত খবর