Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত ত্যাগের নির্দেশ পেয়ে বাংলাদেশে ফিরলেন কনসুলার সামিয়ুল কাদির

বেনাপোল করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২২ ১৬:৩৬

যশোর: ভারতের কোলকাতায় নিযুক্ত বাংলাদেশি কনসুলার সামিয়ুল কাদিরকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশনা দিয়েছে দিল্লিস্থ দূতাবাস। ভারত ত্যাগের নির্দেশনা পেয়ে বুধবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন তিনি।

বেনাপোল চেকপোস্ট ওসি রাজু আহম্মেদসহ বন্দর সংশ্লিষ্টরা জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত সচল রয়েছে। ১২টার পরই বৈধ পাসপোর্টে সামিউল কাদির বাংলাদেশে প্রবেশ করেছেন।

বিজ্ঞাপন

ভারত ত্যাগকালে প্যাসেজ্ঞার টার্মিনালে গণমাধ্যমকর্মীরা সামিউল কাদিরকে আকস্মিক ভারত ত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি মুখ খোলেননি। একটি প্রাইভেটকারযোগে দ্রুত চেকপোস্ট এলাকা ত্যাগ করেন।

করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সামিউল কাদিরের দেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে ইমিগ্রেশন স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের কর্মকর্তারা।

সারাবাংলা/একে

দূতাবাস বাংলাদেশি কনস্যুলার ভারত ত্যাগ সামিউল কাদের

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর