Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাবিপ্রবির শিক্ষার্থীদের হয়রানির প্রমাণ পেলে ব্যবস্থা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২২ ২০:০৫

ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, মামলা ও হয়রানির অভিযোগ তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। সংস্থাটি বলছে, তদন্তের সঙ্গে পুলিশ সদর দফতরের একটি টিম কাজ করছে। তদন্তে শিক্ষার্থীদের ওপর পুলিশি হয়রানি বা হামলার অভিযোগের সত্যতা মিললে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষে চতুর্থ দিনের অধিবেশন সম্পর্কে মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশন্স মিডিয়া অ্যান্ড প্লানিং) মো. হায়দার আলী খান।

বিজ্ঞাপন

আন্দোলনকারী শিক্ষার্থীদের অর্থ দিয়ে সহায়তার অভিযোগে শাবিপ্রবির সাবেক কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। ড. জাফর ইকবালও ১০ হাজার টাকা সহায়তা দিয়ে বলেছেন, পুলিশ পারলে আমাকেও গ্রেফতার করুক। পুলিশ কি তাকে গ্রেফতার করবে?

গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, তাকে গ্রেফতার করার চিন্তা নেই পুলিশের। তবে শিক্ষার্থীদের গ্রেফতারের ঘটনাটি অবশ্যই তদন্তের বিষয়। তদন্ত যারা করছেন, তদন্তে অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শাবিপ্রবির আন্দোলনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পুলিশ সদর দফতরের কাছে কী তথ্য রয়েছে— জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, এখানে কোনো বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের বলার কিছু নেই। বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র কিছু নিয়ম-কানুন আছে। তাদের নিজস্ব ব্যবস্থাপনা বিভাগ রয়েছে। পুলিশ কেবল ল’ অ্যান্ড অর্ডার ম্যানেজমেন্ট বা আইনশৃঙ্খলা ব্যবস্থাপনার বিষয়টি দেখে। তাও বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের আমন্ত্রণেই পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/টিআর

শাবিপ্রবি শাবিপ্রবি আন্দোলন শিক্ষার্থীদের হয়রানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর