৭০ বছর পর টাটার হাতে এয়ার ইন্ডিয়ার মালিকানা
২৭ জানুয়ারি ২০২২ ২১:২৫
৭০ বছর পর ফের টাটা গোষ্ঠীর হাতে ফিরল এয়ার ইন্ডিয়ার মালিকানা। ভারত সরকার টাটার কাছে এয়ার ইন্ডিয়ার মালিকানা হস্তান্তর করেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে টাটা’র চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঙ্গে দেখা করেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে এয়ার ইন্ডিয়ার মালিকানা হস্তান্তর করা হয়।
এর আগে ২০২১ অক্টোবরে ১৮ হাজার কোটি টাকার বিনিময়ে টাটা গ্রুপের অঙ্গসংগঠন টালাস প্রাইভেট লিমিটেডের কাছে এয়ার ইন্ডিয়া বিক্রি করে কেন্দ্র সরকার।
কেন্দ্র সরকার বলছে, সব প্রক্রিয়া শেষ। সম্পূর্ণ শেয়ার এবং ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণ টাটার হাতে তুলে দেওয়া হয়েছে। তবে, আগে নিয়োগ পাওয়া ১২ হাজার কর্মীকে বহাল রাখবে তারা।
প্রসঙ্গত, ১৯৩২ সালে টাটার হাত ধরেই এয়ার ইন্ডিয়ার পথচলা শুরু হয়। তখন এর নাম ছিল টাটা এয়ারলাইন্স। ১৯৪৬ সালে সেই সংস্থার নাম বদলে হয় এয়ার ইন্ডিয়া। ১৯৫৩ সালে কেন্দ্র সরকার এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করে। ১৯৭৭ সাল পর্যন্ত সংস্থার চেয়ারম্যান হিসেবে কাজ করেছিলেন জেআরডি টাটা। মাঝে অনেক পথ পেরিয়ে আবারও টাটার ঘরেই ফিরল এয়ার ইন্ডিয়া।
এদিকে, প্রায় ৭০ হাজার কোটি রুপি লোকসান হয়েছিল এয়ার ইন্ডিয়ার। এই সংস্থার জন্য প্রত্যেকদিন সরকারের ক্ষতি হচ্ছিল ২০ কোটি রুপি। বছরের পর বছর লোকসানে চলা এয়ার ইন্ডিয়া কার্যত ঋণভারে জর্জরিত ছিল। এভাবে সংস্থা আর চালানো সম্ভব হচ্ছিল না সরকারের পক্ষে। তবে ঋণের বোঝা থাকার পরও এয়ার ইন্ডিয়াই ভারতের অন্যতম বৃহৎ বিমান সংস্থা। টাটা ছাড়াও আরও এক বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেটের কর্ণধার এয়ার ইন্ডিয়ার শেয়ার কেনার জন্য দরপত্র জমা দিয়েছিলেন।
অন্যদিকে, টাটা গ্রুপের হাতে বর্তমানে আছে দুটি এয়ারলাইন্স- এয়ার এশিয়া ও ভিস্তারা। তবে এয়ার ইন্ডিয়ার জন্য আলাদা আবেগ কাজ করেছে টাটার। তাই যে কোনো মূল্যেই টাটা এয়ার ইন্ডিয়ার মালিকানা পেতে চেয়েছে।
সারাবাংলা/একেএম