‘বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক’ পেলেন চট্টগ্রামের ৪ আবৃত্তিশিল্পী
২৭ জানুয়ারি ২০২২ ২১:১৮
চট্টগ্রাম ব্যুরো: ‘বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক’ পেয়েছেন চট্টগ্রামের চার আবৃত্তিশিল্পী। এরা হলেন— বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক ও প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, বোধন আবৃত্তি স্কুলের সাবেক অধ্যক্ষ প্রয়াত মৃণাল সরকার ও প্রয়াত রণজিৎ রক্ষিত এবং আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য সমরজিৎ দাশ টুটুল।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ্ মারুফ স্মারক তুলে দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রুদ্র, চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী সদস্য হাসান জাহাঙ্গীর, মাহাবুবুর রহমান মাহফুজ, মশরুর হোসেন, তাসকিয়াতুন নূর তানিয়া, সেলিম রেজা সাগর।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবে’ এ স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ সম্মেলনের উদ্বোধন করেন। এসময় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আবৃত্তি পদক’ প্রদান অনুষ্ঠানেরও উদ্বোধন করা হয়।
সারাবাংলা/আরডি/টিআর