Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গার্মেন্টসে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২২ ১৮:০৮ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১৯:২৩

ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁও রোডের মদনপুরে অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির বিপরীতে জাহিন গার্মেন্টসে ভয়াবহ আগুন লেগেছে। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এর ১৫ মিনিট পরে প্রথম ইউনিট পৌঁছায়।

ফায়ার সার্ভিস সদর দফতরের সহকারী পরিচালক মোহাম্মদ রায়হাম উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ১০টি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, ‘তিনটি দোতলা ভবনের প্রথম এবং দ্বিতীয় তলায় আগুন জ্বলছে।’ হতাহতের বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

সারাবাংলা/ইউজে/এমও

গার্মেন্টসে আগুন জাহিন গার্মেন্টস ফায়ার সার্ভিস সোনারগাঁও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর