Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক পুলিশ পরিদর্শক শাজাহানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২২ ১৫:৩৯

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগের কারণে সাবেক পুলিশ পরিদর্শক শাজাহান আলী খানের দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক সারাবাংলাকে বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি জানান, সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুল হাসানকে অনুসন্ধান কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

এরই মধ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ অর্ধশত সরকারি প্রতিষ্ঠানে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র তলব করা হয়েছে।

সারাবাংলা/এসজে/একে

টপ নিউজ দুদক দুর্নীতি দুর্নীতি দমন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর