Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবির শিক্ষক জনি পারভীনকে অপসারণ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২২ ১৭:২৯

ঢাকা: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক জনি পারভীনকে বিভাগীয় প্রধান পদ থেকে অপসারণের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে জনি পারভীনকে অপসারণের আদেশ এবং শরিফুল ইসলামকে ওই বিভাগের প্রধান পদে নিয়োগদান কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৩১ জানুয়ারি) জনি পারভীনের করা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

তিনি জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনি পারভীনকে অর্থনীতির বিভাগীয় প্রধান পদ থেকে গত ২৩ জানুয়ারি অপসারণ করা হয়। হাইকোর্ট জনি পারভীনকে অপসারণের আদেশ এবং শরিফুল ইসলামকে ওই বিভাগের প্রধান পদে নিয়োগকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন।

একইসঙ্গে গত ২৩ জানুয়ারি অপসারণের আদেশের কার্যকারিতা স্থগিত করে জনি পারভীনকে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনে কোনো প্রকার বাধা না দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

সারাবাংলা/কেআইএফ/একে

অপসারণ জনি পারভীন বেরোবির শিক্ষক হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর