Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাতির পিঠে চড়ে ভোটকেন্দ্রে ৮৫ বছর বয়সী আবুল হোসেন

লোকাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২২ ১৯:১১

হিলি: আবুল হোসেন (৮৫)। বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউপির রামেশ্বরপুর গ্রামে। বয়সের ভাড়ে হাঁটা-চলা করতে পারেন না। তাই নাতির পিঠে চেপে এসেছেন ভোটকেন্দ্রে।

ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউপি নির্বাচন উপলক্ষে রানীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নিজের ভোট দিতে আসেন তিনি।

এ সময় আবুল হোসেন মেয়ের ঘরের নাতি মোস্তাফিজের পিঠে চড়ে ভোটকেন্দ্রের দ্বিতীয় তলায় ওঠেন এবং পিঠে বসেই ইভিএম মেশিনে নিজের হাতের আঙ্গুল দেন। পরে গোপন কক্ষে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

ভোট প্রয়োগ শেষে আবুল হোসেন বলেন, ‘ভোটার হওয়ার পর থেকে একবারও ভোট দেওয়া বাদ যায়নি আমার। বয়স হয়েছে। শারীরিক নানা জটিলতায় বিছানা থেকে উঠতে পারি না। তাই নাতির পিঠে চড়ে ভোট দিতে আসলাম। প্রথমবার মেশিনের মাধ্যমে ভোট দিলাম।’

তার নাতি মোস্তাফিজ বলেন, ‘নির্বাচন হবে শোনার পর থেকেই নানা ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন। তাই তাকে পিঠে করে নিয়ে এসে ভোট দেওয়ালাম। ভোট দিতে পেরে নানাও খুব খুশি।’

সারাবাংলা/পিটিএম

৮৫ বছর বয়সী বৃদ্ধ নাতির পিঠে ভোটকেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর