শিপ ব্রেকিং ইয়ার্ডে লোহার পাতের আঘাতে শ্রমিকের মৃত্যু
১ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে পরিত্যক্ত জাহাজ কাটার সময় লোহার পাতের আঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) গভীর রাতে সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে কবির স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সারাবাংলাকে বলেন, ‘আরিফুল ইসলাম সুজন নামে একজন শ্রমিক কাজ করছিলেন। ক্রেন দিয়ে লোহার পাত নামানোর সময় মাথায় আঘাত লেগে তিনি গুরুতর আহত হন। রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এদিকে শ্রমিকের মৃত্যুর ঘটনায় জাহাজ ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক তপন দত্ত এবং যুগ্ম আহ্বায়ক শফর আলী এবং এ এম নাজিম উদ্দিন গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবৃতিতে শ্রমিক নেতারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো রাতেও চালু রাখা হচ্ছে। রাতে কাজ করতে গিয়ে শ্রমিকরা বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছেন।
শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় ২০২১ সালে ১৩ জন, ২০২০ সালে ১০ জন এবং ২০১৯ সালে ২৩ জনের মৃত্যু হয়েছে বলে তথ্য দিয়েছে সংগঠনটি।
সারাবাংলা/আরডি/পিটিএম