Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউয়ে ভর্তির জন্য নির্বাচিত ২৭ বিদেশি শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২২ ২১:৩৩

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসিডেন্সি কোর্সে (মার্চ-২০২২) সেশনে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ২৭ জন বিদেশি শিক্ষার্থী। তালিকায় ২৪ জন নেপাল, দুই জন মালদ্বীপ এবং একজন ইয়েমেনের শিক্ষার্থী রয়েছেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড়পত্র এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে নিবন্ধন পাওয়ার পরই ভর্তি নিশ্চিত করা হবে।

আদেশে আরও বলা হয়, প্রত্যেক বিদেশি শিক্ষার্থীর কাছ থেকে অস্থায়ী এ কোর্সে ভর্তির জন্য এক হাজার ৯০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্প একটি অঙ্গীকার গ্রহণ করা হবে।

অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ‘কোর্স এবং টিউশন ফি’ জমা দিতে এবং প্রার্থীর সই করা ভর্তির চিঠি অফিস থেকে সংগ্রহ করতেও বলা হয়েছে।

সারাবাংলা/এসবি/একে

বিএসএমএমইউ বিদেশি শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর