Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তঃজেলা ট্রান্সফর্মার চুরি চক্রের মূলহোতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫৮

দিনাজপুর: নবাবগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ট্রান্সফর্মার চুরি চক্রের মূলহোতা শাহজাহান আলীকে (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার তথ্যে বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফর্মারের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। গতকাল বুধবার রাতে উপজেলার হরিপুর নামক এলাকার নিজ বাড়ি থেকে শাহজাহান আলীকে (৩৫) গ্রেফতার করা হয়। তিনি নবাবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের সফিজ উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, শাহজাহান তার নিজ থানা এবং বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ট্রান্সফর্মার চুরি করে। বিভিন্ন সময় তার দলের অন্য সদস্যরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থাকে। সে উত্তরবঙ্গের একটি সক্রিয় ট্রান্সফর্মার চোর চক্রের প্রধান। গোপন তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় চুরি হওয়া ট্রান্সফর্মারও উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ‘শাহজাহান রংপুর, গাইবান্ধা, বগুড়া জেলার বিভিন্ন থানায় সাতটি ট্রান্সফর্মার চুরির মামলার এজাহারভুক্ত আসামি।’

সারাবাংলা/এমও

ট্রান্সফর্মার চুরি মূলহোতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর