কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৩০
গাজীপুর: কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। কারাবন্দি অবস্থায় বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আসামির নাম কালাম (৪৫)। তিনি পাবনা জেলার আতাইকুলা থানার তেলিগ্রাম এলাকার মো. ইউসুফ আলীর ছেলে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, সকাল সাড়ে ৭টার দিকে কালাম বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে পৌনে ৮টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালাম ২০১৬ সাল থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন। ২০১৭ সালের ২৯ মে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এ কারাগারে স্থানান্তর করা হয়। কালাম ঢাকার কাফরুল থানার একটি হত্যা মামলার আসামি ছিলেন।
তিনি আরও বলেন, ‘কালামের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
সারাবাংলা/এমও