Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সার্চ কমিটি কী করে তা দেখার অপেক্ষায় জাতি’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০২

ফাইল ছবি

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান এবং বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনে তারা সংবিধানের বাধ্যবাধতকা অনুযায়ী আইন তৈরির প্রস্তাব করেছিলেন। কিন্তু, তাদের প্রত্যাশার সঙ্গে পাস হওয়া আইনটির সামঞ্জস্য নেই।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইনটি নতুন মোড়কে পুরনো জিনিস।

বিজ্ঞাপন

শনিবার (৫ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, বর্তমান আইন অনুযায়ী সার্চ কমিটি গঠন হয়েছে। রাষ্ট্রপতি যে দুজন সদস্যের নাম প্রস্তাব করেছেন তাদের বিষয়ে আপত্তি নেই। তবে, বর্তমান সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠনে কাদের নাম প্রস্তাব করবে তা দেখার অপেক্ষায় সমগ্র জাতি। তার চান সার্চ কমিটি নিরপেক্ষ ও সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করবে। যারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবেন।

সারাবাংলা/এএইচএইচ/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর