Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেন সংকট: লিথুনিয়ায় সেনা পাঠাবে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২২ ১২:৪২ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩৯

ইউক্রেন সীমান্তে আরও রুশ সেনা মোতায়েনের প্রত্যুত্তরে লিথুনিয়ায় সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মানি।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেশট সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে, রাশিয়ার আগ্রাসন নিয়ে জার্মানি চিন্তিত। কিছুদিন ধরেই রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনার সংখ্যা আরও বাড়িয়েছে। সে কথা মাথায় রেখেই লিথুনিয়ায় জার্মান সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে লিথুনিয়ার সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। তবে এই পরিস্থিতিতে ইউক্রেনকে অতিরিক্ত অস্ত্র দেওয়া হবে না। অন্যদিকে জার্মান চ্যান্সেলর ওয়াশিংটন সফরে রয়েছেন, সেখানেও এ ব্যাপারে আলোচনা হবে বলে জানাচ্ছে ডয়চে ভেলে।

লিথুনিয়া এক সময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ছিল। সোভিয়েতের পতনের পর তা আলাদা দেশে পরিণত হয়। দীর্ঘদিন ধরেই জার্মানির একটি সেনা বেস আছে লিথুনিয়ায়। বস্তুত জার্মানিই একমাত্র ন্যাটোর দেশ যাদের সেনা লিথুনিয়ায় আছে। রাশিয়ার সীমান্তবর্তী লিথুনিয়াতে অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। এ বিষয়ে লিথুনিয়ার সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। সব ঠিক থাকলে কয়েকদিনের মধ্যেই জার্মান সেনা লিথুয়ানিয়ায় পৌঁছে যাবে।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জার্মানি, পোল্যান্ড এবং রোমানিয়ায় অতিরিক্ত সেনা পাঠিয়েছে। পোল্যান্ড সীমান্তে মার্কিন বাহিনীর ছবি উপগ্রহচিত্রে ধরা পড়েছে। পাশাপাশি ইউরো ফাইটারদের একটি দল রোমানিয়ায় পাঠিয়েছে ন্যাটো। যে কোনো সমস্যায় যারা দ্রুত পদক্ষেপ নিতে পারে।

সারাবাংলা/একেএম

ইউক্রেন জার্মানি রাশিয়া লিথুনিয়া