Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় প্রেস ক্লাবে জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল আলম বেলালের জানাজা

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৪১

ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক সিটি এডিটর শামসুল আলম বেলালের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের বাড়ি কুমিল্লায়।

জানাজা শেষে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গগণমাধ্যমকর্মীরা।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমরা আজকে আমাদের একজন সদস্যকে বিদায় জানাতে এখানে উপস্থিত হয়েছি। আমরা গতকালও একজন সদস্যকে বিদায় জানিয়েছি। এ যেন এক মৃত্যুর মিছিল। আপনারা জানেন যে করোনার সময়ে আমরা আমাদের অনেক প্রিয়জন হারিয়েছে। ২০২০ থেকে এই পর্যন্ত আমরা আমাদের প্রেস ক্লাবের ৬০ জন সদস্যকে চিরতরে হারিয়েছি।’

তিনি আরও বলেন, বেলাল ভাই বাসসে কর্মরত ছিলেন, সম্প্রতি অবসরে নিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। যখনই একটু ভালো বোধ করতেন, তখনই এই প্রেস ক্লাবে আসতেন। প্রেস ক্লাব তার সত্যিকারের সেকেন্ড হোম ছিল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি দোয়া প্রার্থনা করি, তাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন।

সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর আগে প্রতিদিন তিনি প্রেস ক্লাবে আসতেন। যখন চাকরি করেছেন, যখন অবসরে ছিলেন তখনও প্রায় প্রতিদিনই আসতেন। কিন্তু গত কয়েকমাস ধরে তাকে পাই নাই, তিনি অসুস্থ ছিলেন।’

সাংবাদিক শামসুল আলম বেলালের মেয়ে সুমাইয়া বিনতে সামস বলেন, ‘প্রেস ক্লাব আমার বাবার অস্তিত্বের একটা অংশ ছিল। আপনার আমার বাবার জন্য দোয়া করবেন এবং তার ভুল-ত্রুটি ক্ষমা করবেন।’

এর আগে, গতকাল রোববার রাত ২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ আত্মীয়-স্বজন, সহকর্মী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

সারাবাংলা/ইএইচটি/একে

জানাজা টপ নিউজ শামসুল আলম বেলাল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর