Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিত্যপণ্যের দাম এক বছরে বেড়েছে ৮০ ভাগ: বামজোট

সারাবাংলা ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২২ ২০:০৬

চট্টগ্রাম ব্যুরো: চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এক বছরে ৫০ থেকে ৮০ ভাগ বেড়েছে বলে অভিযোগ করে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে পুরোপুরি ব্যর্থ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) নগরীর সিনেমা প্যালেস চত্বরে বাম গণতান্ত্রিক জোট, চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতারা এ অভিযোগ করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং এলপিজি সিলিন্ডারের দাম কমানোর দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জোট নেতারা বলেন, ‘ভোগ্যপণ্যের বাজার আজ সিন্ডিকেটের হাতে জিম্মি। সাধারণ মানুষ এই বাজার সিন্ডিকেটের কাছে জিম্মি। চাল, ডাল, তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গত একবছরে ৫০ থেকে ৮০ শতাংশ বেড়েছে। সরকার বাজার নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়ে এখন সিন্ডিকেটের পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এমনকি সিন্ডিকেটকে সুবিধা দিতে সরকার টিসিবির পণ্যের দাও বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে গণআন্দোলনের বিকল্প নেই।’

এলপিজি সিলিন্ডারের দাম কমানোর আহ্বান জানিয়ে বাম নেতারা বলেন, ‘করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছে। এর মধ্যে সরকার এলপি গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। আমাদের চাহিদার ৭৮ ভাগ গ্যাস দেশের গ্যাসক্ষেত্র থেকেই পাওয়া যায়। বাকি ২২ ভাগ গ্যাস বিদেশ থেকে এলএনজি হিসেবে কেনা হয়। উচ্চমূল্যের এলএনজি আমদানি করতে প্রতিবছর ৩০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়। অথচ জরুরি ভিত্তিতে দেশের অভ্যন্তরের গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু করলে উচ্চমূল্যের এলএনজি আমদানির বোঝা কমত।’

বামজোট চট্টগ্রাম জেলার সমন্বয়ক ও জেলা সিপিবির সাধারণ সম্পাদক অশোক সাহার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমি, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সচিব শফি উদ্দিন কবির আবিদ, বাসদ জেলা ইনচার্জ আল কাদেরী জয়, সিপিবি নেতা উত্তম চৌধুরী। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সারাবাংলা/আরডি/টিআর

নিত্যপণ্যের দাম বাম গণতান্ত্রিক জোট বামজোট


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর