চীন-যুক্তরাষ্ট্রকে কাছাকাছি আনতে মধ্যস্থতা করতে চান ইমরান খান
৮ ফেব্রুয়ারি ২০২২ ২২:৪৯
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বৈরিতা কমিয়ে দেশ দু’টিকে কাছাকাছি আনতে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চীনের গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।
শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং যান ইমরান খান। এসময় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সফরে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে চীনের নেতাদের সঙ্গে আলোচনা করেন ইমরান খান।
চীনে অবস্থানকালে সেদেশের রাষ্ট্র নিয়ন্ত্রিত গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ককে সাক্ষাৎকার দেন ইমরান খান। ওই সাক্ষাৎকারে তিনি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার বিষয়েও কথা বলেন। ইমরান খান জানান, দুই পরাশক্তির মধ্যে একটি স্নায়ুযুদ্ধ ঠেকাতে মধস্থতাকারী হিসেবে কাজ করতে চান তিনি।
আরও পড়ুন- যুক্তরাষ্ট্র নয় বদলে যাওয়া পাকিস্তানের চাহিদা মেটাচ্ছে চীন
মঙ্গলবার প্রকাশিত ও সাক্ষাৎকারে ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আবার চীনের সঙ্গে আমাদের ইস্পাত কঠিন ভাতৃত্বের সম্পর্ক। এই দুই দেশের মধ্যকার দূরত্ব কমাতে আমরা কাজ করতে চাই।
এক প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, আমরা বিশ্বে আরেকটি স্নায়ুযুদ্ধ চাই না। বিশ্বে এমন পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয়, যেখানে দু’টি শিবির তৈরি হয়। এটি কাউকে উপকৃত করবে না বরং সবার ভোগান্তির কারণ হবে। যখন দেশের সঙ্গে দেশের সম্পর্ক সহযোগীতাপূর্ণ হবে তখন সবাই লাভবান হবে।
পাকিস্তানের এমন ভূমিকার অতীত নজিরও তুলে ধরেন ইমরান খান। ১৯৭০ এর দশকে পাকিস্তানের মধ্যস্থতায় চীন-যুক্তরাষ্ট্র কাছাকাছি এসেছিল বলে উল্লেখ করেন তিনি। ইমরান খান বলেন, ১৯৭১ সালে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের সেই বিখ্যাত সফর আমরা আয়োজন করেছিলাম। সে সময় কিসিঞ্জার ইসলামাবাদ থেকে বেইজিং সফরে গিয়েছিলেন।
ইমরান খান বলেন, সুতরাং আমরা এবারও ওই ভূমিকা পালন করতে চাই। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বেশ ভালো সম্পর্ক রয়েছে, আর চীনের সঙ্গে আমাদের ইস্পাত কঠিন ভাতৃত্বের সম্পর্ক।
আরও পড়ুন
সারাবাংলা/আইই