Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষ্ণ সাগরের পথে ৬ রুশ যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২২ ২৩:০২ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২২ ১০:৪৭

একটি পূর্ব নির্ধারিত নৌ মহড়ায় অংশ নিতে ভূমধ্যসাগর থেকে ছয়টি রুশ যুদ্ধজাহাজ কৃষ্ণ সাগরের দিকে রওনা দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স।

তুরস্কের কয়েকটি সূত্র রয়টার্সকে বলছে, কৃষ্ণ সাগর অভিমুখে রওনা দেওয়া রুশ যুদ্ধজাহাজগুলো মঙ্গলবার এবং বুধবারের মধ্যে কোনো এক সময়ে তুর্কি প্রণালি অতিক্রম করার কথা রয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাশিয়ার সরকারি সূত্র জানিয়েছে এই নৌ মহড়া পূর্ব পরিকল্পিত।

এদিকে, ইউক্রেনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়া জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে ব্যাপকহারে নৌ এবং বিমান মহড়া চালাচ্ছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রসঙ্গত, ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়ন সদস্য রাষ্ট্র ইউক্রেন যেন ন্যাটোতে যোগ না দেয় এমন নিশ্চয়তা দাবি করে সামরিক শক্তি প্রদর্শন করছে মস্কো। ইউক্রেনের মিত্র যুক্তরাষ্ট্র মনে করছে, রাশিয়া যে কোনো সময় সামরিক হামলা চালাতে পারে।

তবে রাশিয়া বরাবরই বলে আসছে, সামরিক হামলা চালানোর কোনো উদ্দেশ্য নেই। যদিও ইউক্রেন সীমান্তে পূর্ণাঙ্গ যুদ্ধের সব রকমের প্রস্তুতি নিয়ে অবস্থান করছে রুশ সামরিক বাহিনী। এছাড়া চলতি সপ্তাহে ভূমধ্যসাগর ও প্রতিবেশী বেলারুশে সামরিক শক্তি বাড়িয়েছে মস্কো—যা ইউক্রেনে হামলার চূড়ান্ত প্রস্তুতি বলে মনে করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।

সারাবাংলা/একেএম

ইউক্রেন কৃষ্ণ সাগর যুদ্ধজাহাজ রাশিয়া

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর