Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪২তম বিশেষ বিসিএস থেকে ৩৯৫৭ চিকিৎসককে নিয়োগ [তালিকা]

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২২ ১১:০০

ঢাকা: দেশের সরকারি স্বাস্থ্য সেবা খাতে আরও তিন হাজার ৯৫৭ জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছে। ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশ অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজমের সই করা প্রজ্ঞাপনে গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানান হয়।

এতে বলা হয়, ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা, ২০২০ এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে তিন হাজার ৯৫৭ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারের প্রবেশ পদে (সহকারী সার্জন) নিয়োগ দেওয়া হলো।

জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ বেতনক্রমে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসব চিকিৎসককে কাজে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয় প্রজ্ঞাপনে।

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে স্বাস্থ্য ক্যাডারে দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগ দিতে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষায় বসেছিলেন সরকারি চাকরিপ্রত্যাশীরা। মোট ৩১ হাজার ২৬ জন চাকরিপ্রত্যাশী এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করলেও শেষ পর্যন্ত পরীক্ষায় বসেন ২৭ হাজার ৫৭৩ জন।

২০২১ সালের ২৯ মার্চ ৪২তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তাতে মোট ৬ হাজার ২২ জন প্রার্থী উত্তীর্ণ হন।

পরে ২০২১ সালের ২৭ জুলাই করোনাভাইরাস মোকাবেলায় জরুরি প্রয়োজনে আরও দুই হাজার সহকারী সার্জনকে বিশেষ এ বিসিএসের মাধ্যমে নবম গ্রেডে নিয়োগের প্রজ্ঞাপন দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

পরবর্তীতে দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি মোকাবিলায় ৪২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে এসব চিকিৎসককে সহকারী সার্জন হিসেবে নিয়োগের জন্য গত বছরের ৯ সেপ্টেম্বর সুপারিশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি।

নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের তালিকাসহ তাদের নিয়োগের প্রজ্ঞাপনটি দেখুন এখানে—

সারাবাংলা/এসবি/এনএস

৪২তম বিশেষ বিসিএস চিকিৎসককে নিয়োগ


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর