বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশ ৭৫তম
১০ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৪৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ২০:২২
বিশ্বের ১৬৫ দেশ এবং দুই অঞ্চলের গণতান্ত্রিক পরিস্থিতি বিচার করে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের প্রকাশিত রিপোর্টে পাঁচ দশমিক ৯৯ স্কোর নিয়ে ২০২১ সালে ৭৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
২০২০ সালে এই সূচকে একই স্কোর নিয়ে ৭৬তম স্থানে ছিল বাংলাদেশ।
এর আগে, ২০১৯ সালে পাঁচ দশমিক ৮৮ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৮০তম। একই সূচকে ২০১৮ সালে ৮৮তম স্থানে বাংলাদেশের স্কোর ছিল পাঁচ দশমিক ৫৭।
নির্বাচন প্রক্রিয়া, বহুদলীয় ব্যবস্থা, সরকার পরিচালনা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকার এই পাঁচ বিষয় আমলে নিয়ে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
এই সূচকে ৯ দশমিক ৭৫ স্কোর নিয়ে সবার ওপরে রয়েছে নরওয়ে। নিউজিল্যান্ড দ্বিতীয় স্থানে, স্কোর ৯ দশমিক ৩৭। ৯ দশমিক ২৭ স্কোর নিয়ে ফিনল্যান্ড আছে তৃতীয় স্থানে।
বৈশ্বিক গণতন্ত্র সূচকে ভারত ৪৬, শ্রীলংকা ৬৭, ভুটান ৮১, নেপাল ১০১, পাকিস্তান ১০৪তম অবস্থানে রয়েছে।
সারাবাংলা/একেএম