অজ্ঞান পার্টির খপ্পরে হাইকোর্টের মহুরি
১০ ফেব্রুয়ারি ২০২২ ২১:৫৫
ঢাকা: রাজধানীর ডেমড়া স্টাফ কোয়ার্টার এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে টাকা ও মোবাইল হারালেন বশির আহমেদ (৩৮) নামে এক ব্যক্তি। তিনি হাইকোর্টের মহুরির কাজ করে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন মার্কেটের সামনে থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।
বশির আহমেদের মামাতো ভাই সুমন আহমেদ জানায়, বশির হাইকোর্টের মহুরি কজ করেন। তাদের বাসা ডেমড়া বামৈল এলাকায়। বাসা থেকে তিনি হাইকোর্টে যাতায়াত করেন।
সুমন আরও জানায়, বিকেলে ফোনের মাধ্যমে জানতে পারি বশির আহমেদকে অচেতন অবস্থায় হাজি হোসেন মার্কেটের সামনে অচেতন অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। তার কাছে টাকা এবং দুটো মোবাইল ছিল। তা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে— অজ্ঞানপার্টির লোকেরা মোবাইল ও টাকা পয়সা নিয়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বশির আহমেদকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসে তার স্বজনরা। এখানে পাকস্থলি পরিষ্কার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল (মিডফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/একে