Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌতুকের দাবিতে স্ত্রীর কবজি কেটে দেওয়া স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৪৯ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫০

নারায়ণগঞ্জ: ফতুল্লায় যৌতুকের দাবিতে স্ত্রীর হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করা স্বামী রফিককে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজি এলাকায় র‍্যাব-১১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।

র‌্যাব কর্মকর্তা জানান, প্রায় দেড় বছর আগে গ্রেফতারকৃত আসামি রফিকের সঙ্গে ওই নারী বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর ব্যবসার জন্য স্ত্রীর পরিবার থেকে দুই লাখ টাকা যৌতুক দাবি করে রফিক। এক লাখ টাকা দিলেও আরও এক লাখ টাকার জন্য সে প্রায়ই স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতন করতো।

বিজ্ঞাপন

একপর্যায়ে টাকা না পেয়ে স্ত্রীকে হাত-পা বেঁধে ধারালো চাপাতি দিয়ে ডান হাতের কবজি কেটে হাত থেকে বিচ্ছিন্ন করে পালিয়ে যায় সে। এ ঘটনায় থানায় মামলা হলে রফিককে চট্টগ্রামের হালিশহর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সত্যতা স্বীকার করেছে বলেও জানান লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।

সারাবাংলা/এমও

কবজি ফতুল্লা যৌতুকের দাবি স্বামী গ্রেফতার

বিজ্ঞাপন

দেশে সবুজ কারখানা ২৫৩টি
১৯ জুলাই ২০২৫ ১৩:৪৭

আরো

সম্পর্কিত খবর