শনিবার বিকেল পর্যন্ত শাবিপ্রবিতে আন্দোলন স্থগিত
১২ ফেব্রুয়ারি ২০২২ ০০:০০
শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পুলিশের হামলায় আহত শিক্ষার্থী সজল কুন্ডুর জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষামন্ত্রীর কাছে ১৩টি লিখিত দাবি জানিয়েছেন তারা।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে সংবাদ সম্মেলনে এ দাবি করেন শিক্ষার্থীরা। এসময় শনিবার বিকাল ৪টা পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
শাবিপ্রবি ভিসির পদত্যাগ বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ‘দ্রুততম সময়ে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে তার পদ থেকে অপসারণ করে একজন যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া, প্রশাসনিক পদে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া, অবিলম্বে শিক্ষার্থীদের উপর দায়েরকৃত হয়রানিমূলক মামলাগুলো তুলে নিতে হবে, শিক্ষার্থীদের সব অনলাইন লেনদেনের একাউন্ট অবিলম্বে খুলে দিতে হবে, পুলিশি হামলার শিকার শিক্ষার্থী সজল কুন্ডুকে এককালীন ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে তাকে তার যোগ্যতা অনুযায়ী অন্তত ৯ম গ্রেডের স্থায়ী সরকারী চাকরি দিতে হবে।’
আন্দোলনরত শিক্ষার্থী ইয়াছির সরকার বলেন, ‘শিক্ষামন্ত্রী আমাদের দাবিগুলো নিয়ে পূরণের বিষয়ে আশ্বস্ত করেছেন। বিশ্ববিদ্যালয় খুললে ২/৩ দিন কার্যদিবসের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।’
শিক্ষামন্ত্রীর কাছে যেসব দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের
আন্দোলন চালিয়ে যাবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী যেহেতু আমাদের কথা দিয়েছেন, সেহেতু শনিবার বিকাল ৪টা পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
উপাচার্যের পদত্যাগের বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী বলেছেন উপাচার্য নিয়োগ বা অপসারণ যেহেতু বিশ্ববিদ্যালয়ের আচার্যের এখতিয়ার ভুক্ত সেহেতু এ বিষয় নিয়ে তিনি (শিক্ষামন্ত্রী) আচার্যের কাছে গিয়ে এ দাবি পৌঁছে দিবেন। এরপর তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।
আরও পড়ুন:
শাবিপ্রবিতে ‘হীরক ভিসির পতনগাথা’
১৬৩ ঘণ্টা পর অনশন ভাঙলেন শাবিপ্রবির শিক্ষার্থীরা
শাবিপ্রবি’র ভিসির পদত্যাগ দাবিতে ছাত্রদলের প্রতীকী অনশন
শাবিপ্রবির শিক্ষার্থীদের হয়রানির প্রমাণ পেলে ব্যবস্থা
শাবিপ্রবিতে রক্তিম হাতের ছাপে চিরন্তন লড়াইয়ের ইশতেহার
ভিসির পদত্যাগের দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের ফের মিছিল
সারাবাংলা/এমও