Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি থেকে ১২ ফুট দীর্ঘ কিং কোবরা উদ্ধার

চবি করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ২০:৫১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে প্রায় ১২ ফুট দীর্ঘ কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। পরে গবেষণার জন্য সাপটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভেনম রিসার্চ সেন্টারে পাঠানো হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন মেডিকেল সেন্টার পাশের কলোনি থেকে সাপটি উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারের প্রশিক্ষণার্থী মোহাম্মদ আসির উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

মোহাম্মদ আসির উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘সাপটি কিং কোবরা। বৈজ্ঞানিক নাম Ophiophagus hannah। নিউরোটক্সিন বিষ সমৃদ্ধ পৃথিবীর সর্ববৃহৎ বিষধর সাপ এটি। সাপটি এখনো মাপা হয়নি। আনুমানিক ১০ থেকে ১২ ফুট হতে পারে। সাপটি উদ্ধারের পর গবেষণার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারে পাঠানো হয়েছে।’

এর আগে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনবার কিং কোবরা সাপ পাওয়া গেছে। তবে সেগুলো জীবিত উদ্ধার করা যাযনি। এলাকাবাসী মেরে ফেলেছে। আজ (শনিবার) প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কিং কোবরা সাপ জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান আসির উদ্দিন।

সারাবাংলা/সিসি/পিটিএম

উদ্ধার কিং কোবরা চবি টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর