Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের বিদায়ী সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২২ ২১:৪৭

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে রোববার (১৩ ফেব্রুয়ারি) বিদায়ী সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ চার নির্বাচন কমিশনার (ইসি)। এদিন বিকেল ৪টায় সিইসি‘র নেতৃত্বে অন্যান্য নির্বাচন কমিশনার বঙ্গভবনে সাক্ষাৎ করতে যাবেন। চার কমিশানর হলেন- নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আগামীকাল বিকেলে সিইসিহসহ বর্তমান কমিশন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবে। আমি খুব অসুস্থ, যদি সুস্থ থাকি তাহলে অবশ্যই যাব।’

উল্লেখ্য, ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সার্চ কমিটির সুপারিশ করা ১০ জনের মধ্যে থেকে কে এম নূরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের কমিশন নিয়োগ দেন। এরপর ওই বছরের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেন তারা। নিয়োগ পাওয়ার পর ২০ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সাক্ষাৎ করে বর্তমান নির্বাচন কমিশন। আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

নির্বাচন কমিশন বিদায়ী সাক্ষাৎ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর