‘সিলেট থেকে বিমান যাবে বিভিন্ন দেশে’
১৫ ফেব্রুয়ারি ২০২২ ২০:৫৬
সিলেট: জেলায় অবস্থিত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি বিশ্বের বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনা করা হবে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। নতুন আন্তর্জাতিক টার্মিনাল নির্মাণ কাজ শেষ হলেই এসব ফ্লাইট পরিচলনা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ ও নতুন টার্মিনাল ভবনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে বিমান প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মন্তব্য করেছেন।
এ বিষয়ে মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও ইচ্ছা অনুযায়ী কোভিড-১৯’র সময়ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ বন্ধ হয়নি। এ সময়ের মধ্যেই রানওয়ের শক্তি বৃদ্ধি ও সম্প্রসারণসহ অন্যান্য অনেক কাজ হয়েছে। ফলে এখন ওসমানী বিমানবন্দর থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সরাসরি ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, ওসমানী বিমানবন্দরে নতুন আন্তর্জাতিক টার্মিনালের কাজ শুরু হয়েছে। খুব দ্রুততম সময়ের মধ্যে এই টার্মিনালের কাজ শেষ করা হবে। এরপর শুধু হিথ্রো নয়, বিশ্বের বিভিন্ন দেশে এই বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।
সারাবাংলা/এনএস