Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলে ভূমিধসে নিহত ৯৪

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২২ ১১:০১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৪:১১

ছবি: আলজাজিরা

ব্রাজিলে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ৯৪ জন নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও প্রায় ৪০০ জন মানুষ তাদের ঘর হারিয়েছে। দেশটির রিও ডি জেনিরো রাজ্যের একটি পাহাড়ি অঞ্চলে এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর আলজাজিরা।

প্রদেশটির পেট্রোপলিস শহরে গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তিন ঘণ্টার প্রবল বৃষ্টির কারণে এই বিপর্যয় ঘটে।

ওই দুর্যোগপূর্ণ এলাকা থেকে পালিয়ে আসা এলিজাবেথ লরেনকো নামে এক বাসিন্দা সংবাদ সংস্থা এএফপি’কে বলেন, ‘এটি বিধ্বংসী। এমন কিছু ঘটবে আমরা তা কখনই কল্পনাও করতে পারিনি।’

রিও ডি জেনিরো’র গভর্নর ক্লাউদিও কাস্ত্রো বলেন, ‘অনুসন্ধানকারীরা ধ্বংসাবশেষের মধ্য থেকে আরও মৃতদেহ উদ্ধার করলে এই সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় প্রায় ৪০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।’

ক্লাউদিও কাস্ত্রো ঘটনাস্থল থেকে সাংবাদিকদের বলেন, ‘পরিস্থিতি প্রায় যুদ্ধের মতো- গাড়ি খুঁটিতে ঝুলছে, গাড়ি উল্টে গেছে এবং এখনো প্রচুর কাদা ও পানি রয়েছে।’

সারাবাংলা/এনএস

ব্রাজিল ভূমিধস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর